শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজ কে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে”-জেলা আমির

নিউজ রুম / ৫৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজ কে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সমাজে অন্যায়  ও জুলুম দূরীকরণে আলেম সমাজের ঐতিহাসিক ভূমিকার জন্য দেশবাসী কৃতজ্ঞ। সততা, ন্যায়-নীতি প্রতিষ্ঠায় উলামায়ে কিরামের ভূমিকা অগ্রগণ্য। যে কোন সংকট ও দুর্যোগে উলামায়ে কেরাম জাতির পাশে নিঃস্বার্থভাবে এগিয়ে আসে। তাই ৫ আগস্টের যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ কে নতুন করে সাজাতে হলে আলেম সমাজ কে এগিয়ে আসতে হবে। জাতির রাহবার হিসেবে আলেম সমাজ এগিয়ে আসলে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমাদের বিশ্বাস। জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়ন শাখা আয়োজিত এক উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আমীর আবুল আলা রোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল। ইউনিয়ন সেক্রেটারি আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, উলামা বিভাগ সভাপতি মাওলানা আব্দুল করিম, উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. কবির আহমদ, বিশিষ্ট আলেমেদ্বীনের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা জমির উদ্দিন মাহমুদ, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আইয়ুব, মাওলানা নূরুল আমীন ছিদ্দিকী, হাফিজ মাওলানা শাহ আলম, মাওলানা ইমাম শরীফ প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর