জুলাই বার্ষিকীতে সাংবাদিক ইউনিয়নের আয়োজন ‘দ্রোহের আগুন জ্বলে বুকে’

নিউজ রুম / ৩১ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
oplus_4194304

বিডি প্রতিবেদক :

জুলাই গণঅভ্যূত্থানের প্রথম বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি (রেজি. চট্টো ২৫৭৫)। ৫ আগষ্ট মঙ্গলবার দিনজুড়ে কক্সবাজার প্রেসক্লাবে ‘দ্রোহের আগুন জ্বলে বুকে’ শিরোনামে এই আয়োজন করা হয়। আয়োজনে ছিল জুলাই শহীদদের মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা। এছাড়াও দুপুরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী মেজবান।

দিবসের আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, জুলাই আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীনতা আসলেও সত্যিকার স্বাধীনতা এখনও আসেনি। যে জন্য আমাদের ছেলেরা বুকের তাজা রক্ত দিয়েছে রাজপথে তার ২০ শতাংশও বাস্তবায়ন হয়নি। সরকারের দপ্তরে দপ্তরে এখনও বসে আছে স্বৈরাচারের দোসর কর্মকর্তা-কর্মচারিরা। ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য নতুন করে ফিরে এসেছে। শুধু প্রশাসন নয়, দেশের প্রতিটি সেক্টরে এখনও দোসরদের রাজত্ব চলছে।

তারা বলেন, নতুন স্বাধীনতার এক বছর পার হলেও সমস্যা থেকে আমরা বের হতে পারিনি। এখন আমাদের আন্দোলন হবে সাধারণ মানুষের চাহিদা মতো দেশকে গড়ে তোলা। যেখানে থাকবে কোন বৈষম্য, থাকবে না দোসরদের রাজত্ব কিংবা তাদের প্রেতাত্মারা ঘুরে ফিরবে না আমাদের আশেপাশে।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি (রেজি. চট্টো ২৫৭৫) আয়োজিত এই আলোচনায় সভাপতিত্ব করেন জেইউসি’র সহ-সভাপতি হুমায়ুন সিকদার। জেইউসি সাধারণ সম্পাদক আনছার হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত এই আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেইউসি’র সাবেক সভাপতি এবং ইংরেজি দৈনিক নিউএজ ও রয়টার্স প্রতিনিধি মুহম্মদ নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেইউসি’র সদ্য সাবেক সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত অফিস প্রধান জি এ এম আশেক উল্লাহ।

এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেইউসি’র যুগ্ম সম্পাদক আবদুর রহমান, কোষাধ্যক্ষ মাওলানা নুরুল হক চকোরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদউর রহমান মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ মনসুর, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ, জুলাই যোদ্ধা ও এনসিপি নেতা রাইয়ান কাশেম, জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ হোছাইন, জুলাই যোদ্ধা শাহাব উদ্দিন, মোশাররফ হোসেন ও আরিয়ান ফারাবী, জেইউসি’র নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন মাহী, ঈদগাঁও আদর্শ সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোছাইন, ঈদগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নোমান প্রমূখ।

দিনের শুরুতে খতমে কুরআন পাঠ করেন হযরত বেলাল বিন রিবাহ (রা.) জামে মসজিদ ও হেফজখানা, এতিমখানার শিক্ষার্থীরা। মুনাজাত পরিচালনা করেন ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুস সালাম। অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর