কক্সবাজারে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উদযাপন

নিউজ রুম / ২৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে রবিবার“নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস ২০২৫” উৎযাপন হয়েছে । দিবস টি পালন উপলক্ষে র‌্যালী ও সমাবেশ হয়েছে। রবিবার বিকেলে কক্সবাজার পৌরসভার সামনে ও শহীদ মিনারে অনুষ্টিত হয়েছে সমাবেশ।
 হিউমান রাইটর্স  ডিফেন্ডারর্স ফোরাম ,কক্সবাজার সুরক্ষা মঞ্চ, রাখাইন টেকসই উন্নয়ন সংস্থা ও উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাকশন এইড বাংলাদেশ এর সহযোগিতায়  কক্সবাজারে এ দিবস টি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির অতিমাত্রায় ব্যবহার কারণে সৃষ্ঠ বায়ু দূষণ , যানবাহনের ও কলকারখান কাল ধোয়া, ইট ভাটার কাঠ ও কয়লা পোড়ানোর কারণে   ব্যাপক হারে বায়ুমণ্ডল দূষিত হয়ে পড়েছে। মহেশখালীর উপজেলার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে কক্সবাজার অঞ্চলে বায়ু দূষণের অন্যতম কারণ হিসেবে দেখা দিয়েছে। কক্সবাজার পৌর শহরের অভ্যন্তরে ময়লার ডাম্পিং স্টেশন থেকেও ব্যাপক বায়ু দূষণ হচ্ছে। দূষণ কমাতে চাই নবায়নযোগ্য জ্বালান মাধ্যমে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ব্যাপক সম্প্রসারণ যা বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কমাতে পারবে। মানুষের বিভিন্ন রোগবালাই কমাতে ও ন্যায্য মূল্য বিদ্যুতের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে চাইলে নবায়নযোগ্য জ্বালান মাধ্যমে ব্যাপক বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারকে উদ্বেগ নিতে হবে। প্রযুক্তির উন্নয়ন, গবেষণা ও পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে সবার জন্য ন্যায্য জ্বালানি ও নির্মল বায়ু নিশ্চিত করতে হবে।

 র‍্যালী পূর্ব  সমাবেশে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী এডভোকেট আব্দুর শুকুর, কক্সবাজার সুরক্ষা মঞ্চের সভাপতি, এডভোকেট সাকি এ কাউসার, বিশিষ্ট নারী নেত্রী ও আইনজীবী রাবিয়া সুলতানা, সাংবাদিক স.ম. ইকবাল বাহার চৌধুরী,অ্যাডভোকেট মফিজুল আলম, রাখাইন টেকসই উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংথেহ্ল্যা রাখাইন, উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি দীপক বড়ুয়া, স্টুডেন্ট প্ল্যাটফর্মের সাধারণ সম্পাদক রিচি মনি,
সমাবেশ সঞ্চালনা করেন হিউম্যান রাইটর্স ডিফেন্ডারর্স ফোরাম, কক্সবাজারে সদস্য সচিব, মানবাধিকার কর্মী,  মিজানুর রহমান বাহাদুর।


আরো বিভিন্ন বিভাগের খবর