
আবু মিহরান :
বাংলাদেশ জামায়াতে ইসলামী গর্জনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড গর্জনিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সম্মিলিত ভূমিকা পালন করতে হবে। আমরা এ দেশ কে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ চালিয়ে যাচ্ছি। এ কাজ কে তরান্বিত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।
কেন্দ্র পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা শাখার আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান। তিনি বলেন, “দলীয় প্রতিনিধিদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। ভোটকেন্দ্রভিত্তিক সংগঠনকে শক্তিশালী করে জনগণের আস্থা অর্জন করতে হবে।”
উপজেলা সেক্রেটারি আবু নাঈম মোহাম্মদ হারুন বলেন, “আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে যাচ্ছি। এ সংগ্রামে তৃণমূল নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রাখবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন
ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিব উল্লাহ, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, স্থানীয় সমাজসেবক ডাক্তার আবুল কালাম, মাওলানা আবুল হোছাইন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শামসুল আলম ও ওয়ার্ড সভাপতি নবিউল আলম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।