দুর্গাপূজায় বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নিউজ রুম / ১৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে কক্সবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে টানা নয়দিন টহল জোরদার করেছে বিজিবি। কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়ন এবং বিজিবি উখিয়াস্থ ৬৪ ব্যাটালিয়ন টহল জোরদার করেন।।

কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ন কক্সবাজার শহর এবং সীমান্ত এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। দুর্গাপূজার টানা ছুটিতে কক্সবাজারে দৈনিক লাখের অধিক পর্যটক কক্সবাজারে আগমন ঘটে।

এ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুষ্ঠুভাবে বজায় রাখতে কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়ন কর্তৃক গত ২৪ সেপ্টেম্বর ২ অক্টোবর পর্যন্ত ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, শারদীয় দুর্গাপূজা চলাকালীন শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে ৩৪ বিজিবি’র সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় সুষ্ঠু ও সুচারুভাবে দায়িত্ব পালন করেছে। কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ বিসর্জন অনুষ্ঠিত হয়। এদিন সৈকতে কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটে। পর্যটক সহ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, পূজা মণ্ডপ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্তে চোরাচালান ও অপতৎপরতা প্রতিরোধে ৩৪ বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে ছিল।

অন্যদিকে টেকনাফ ও উখিয়া উপজেলায় অবস্থিত শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আয়োজিত পূজা মন্ডপের টানা নয় দিন নিরবিচ্ছিন্ন নিরাপত্তার দায়িত্ব পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক ৪ প্লাটুন বিজিবি সদস্যগণ সার্বক্ষনিক পূজা মন্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী গত ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবস্থিত ৬ টি পূজামন্ডপে গোয়েন্দা তৎপরতা ও নজরদারী বৃদ্ধিসহ স্বশরীরে বিভিন্ন সময়ে টহল দিয়ে নিরবিচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করেছে। ২ অক্টোবর বিজয়া দশমী অর্থাৎ পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়া পর্যন্ত এ দায়িত্ব স্থায়ী হয়। ২ অক্টোবর মেরিন ড্রাইভ সংলগ্ন বাহারছড়া এলাকা থেকে বিসর্জনের জন্য নিয়ে আসা প্রতিমা উখিয়া বিজিবির সহায়তায় কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সমুদ্রে বিসর্জন দিতে পেরে আনন্দিত হিন্দু ধর্মাবলম্বীরা। এছাড়াও নাফ নদীর দুইটি পয়েন্টে উখিয়া বিজিবির নিরাপত্তায় বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

গত ১ অক্টোবর ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন সীমান্তবর্তী হ্নীলা এলাকায় অনুষ্ঠিতব্য ২টি পূজা মন্ডপ স্বশরীরে পরিদর্শন করেন এবং পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অবলোকন করেন। পূজা মন্ডপে দায়িত্বরত সভাপতি ও অন্যান্য সকল সদস্যদের সাথে কুশলাদী বিনিময় করেন এবং পূজা মন্ডপের পুরোহিতকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, সীমান্তে জনসাধারনের শান্তি ও সম্প্রীতির জন্য যে কোন পরিস্থিতি মোকাবেলার লক্ষে সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে।’


আরো বিভিন্ন বিভাগের খবর