বিডি প্রতিবেদক :
কক্সবাজারের পেকুয়ায় রবিবার সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্টেডিয়াম থেকে চৌমুহনী হয়ে পেকুয়া বাজার পর্যন্ত স্থানে সভা-সমাবেশ, মিছিল ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারী করে ১৪৪ ধারা জারীর বিষয়টি বিজ্ঞপ্তি ছাড়া শনিবার মধ্যরাতে মাইকিং করে প্রচারও করা হয়।
জানা গেছে, পেকুয়া সদরে বিএনপি তেলের দাম ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও সহযোগী সংগঠনের দুই নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয়।
অন্যদিকে ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় আওয়ামীলীগ।
পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারী করা হয় বলে ইউএনও জানান।