শিরোনাম :
আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জলখেলী উৎসব শুরু রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নাঃ ড. খলিলুর রহমান পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু মহেশখালী-কক্সবাজার নৌপথে পরীক্ষামূলক ভাবে সি-ট্রাক চালু, চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়কারী নারী-পুরুষ গ্রেফতার চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিং উদ্বোধন কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু সমুদ্রে ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

চকরিয়ায় ধর্ষণ ও অপহরণ মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

নিউজ রুম / ৭০ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে অপহরণ করে শারীরিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রধান আসামি পালিয়ে বিদেশে পালিয়ে গেছে, অন্য আসামিদেরও ধরছে না পুলিশ। এতে করে কিশোরীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আসামিরা হলেন শহিদুল ইসলাম (২৪), তাঁর পিতা আবুল কালাম (৫৪), বড় ভাই আবু তালেব (৩০) ও বোন তাজরিয়ান জন্নাত বুলু (২২)। চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মধ্য কৈয়ারবিল গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চকরিয়ার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ুয়া কিশোরীকে গত মাসের ১৯জুলাই সকালে অপহরণ করে শহিদুলসহ কয়েকজন। পরে অজ্ঞাত স্থানে রেখে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে। ওই কিশোরীকে শহিদুলের তাঁর বোনের শ^শুরবাড়িতে আটকে রাখার অভিযোগ পাওয়ার পরপরই তাজরিয়ান জন্নাত বুলুকে গ্রেপ্তার করে পুলিশ।
নারী ও শিশু নির্যাতন দমন এবং অপহরণ আইনে ওই কিশোরীর বাবা ৮আগস্ট চকরিয়া থানায় দায়ের করা মামলায় বুলুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলা তুলে নিতে প্রভাবশালীদের মাধ্যমে কিশোরীর পরিবারকে চাপ দিচ্ছেন। মামলা তুলে না দিলে মামলার বাদীকে দেখে নেওয়ার হুমকি দেন তাঁরা। আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরলেও বুধবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার বাদি ও ওই কিশোরী সাংবাদিকদের বলেন, ‘আসামিরা এলাকায় ঘুরছেন। কিন্তু পুলিশ তাঁদের ধরছেন না। এরই মধ্যে মামলার প্রধান আসামি বিদেশে পালিয়ে গেছেন। মামলা তুলে নিতে আবুল কালাম ও তাঁর ছেলে আবু তালেব প্রভাবশালীদের দিয়ে আমাদের হুমকি দিচ্ছেন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে আবু তালেব বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না। হুমকি দিচ্ছি বিষয়টিও সত্য নয়।’
চকরিয়া থানার উপপরিদর্শক ও মামলা তদন্তকারি কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ‘বাদীপক্ষ হুমকির বিষয়টি আমাকে জানাননি। আসামিদের ধরতে অভিযান চালানো হবে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘বাদীকে হুমকির বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। বাদীর নিরাপত্তা ও আসামি ধরতে পুলিশ কাজ করছেন।’


আরো বিভিন্ন বিভাগের খবর