বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি খামারে অগ্নিকাণ্ডে দুইটি শেডের প্রায় তিন হাজার লেয়ার মুরগি পুড়ে মারা গেছে। সাথে পুড়ে গেছে দুটি বসতবাড়ি। অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ও স্থানীয়রা ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার (১৪জুলাই) বিকেলে কক্সবাজার পৌরসভার কলাতলী গয়মতলী গ্রামে নারী উদ্যোক্তা নয়ন সেলিনার খামারে আগুন লাগে। এই সময় ২ টি বসত ঘরও পুড়ে ছাই হয়ে যায়। খামারি দাবি করেছেন, আগুনে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় খামারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ২টি বসত ঘর ও পুরো খামারে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩ টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় ৩ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মুরগির খামারী নারীর উদ্যোক্তা নয়ন সেলিনার দাবি করে বলেন, ডাচ বাংলা ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি এবারে মুরগি উঠিয়েছেন খামারে। দীর্ঘদিন ধরে খামারে লোকসান চলছে তার ওপর আজকের অগ্নিকাণ্ডে তার ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে তার খামারের চারটি শেড পুড়ে গেছে। এতে প্রায় দুই হাজার পাঁচশত লেয়ার মুরগি,১ হাজার ডিম, ১ লাখ টাকার খাদ্য পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার মতোক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় ১২ নাম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ মনজুর বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি কি প্রাথমিকভাবে নগদ ১০ হাজার টাকা দিয়েছি। ক্ষতিগ্রস্ত ফার্ম এর বিষয়টি আমাদের বিশেষ বিবেচনায় থাকবে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোয়াব জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে তারা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।