শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল আজিম জোসেফের মৃত্যু ; প্রেসক্লাবের শোক প্রকাশ আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জলখেলী উৎসব শুরু রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নাঃ ড. খলিলুর রহমান পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু মহেশখালী-কক্সবাজার নৌপথে পরীক্ষামূলক ভাবে সি-ট্রাক চালু, চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়কারী নারী-পুরুষ গ্রেফতার চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিং উদ্বোধন কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

বিনাপ্রতিদ্বন্ধিতায় পূনরায় চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি-জাফর আলম এমপি ও সম্পাদক-আবু মুছা”

নিউজ রুম / ৬৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
প্রায় ১০ বছর পরে এসে অনুষ্ঠিত হলো”চকরিয়া উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২২ইং।

শনিবার (১০) সকাল ১০টার চকরিয়া কলেজের মাঠে সম্মেলন ও বিকাল ৩টার সময় আমজাদিয়া মাদ্রাসায় কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠিতব্য কাউন্সিলে দ্বিতীয় বারের মত আবারো বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন”চকরিয়া উপজেলা আ’লীগের সফল সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।যাকে সম্মেলনের মঞ্চে প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি ঘোষণা দিলেন,জেলা আ’লীগের সাধারণ সম্পাদা মুজিবুর রহমান মেয়র।কাউন্সিলে ভোটারদের স্বতঃস্ফূর্ত মনে দেওয়া ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন-আবু মুছা।
সম্পাদক পদে আরো যারা ছিলেন,তারা হলেন-জামাল উদ্দিন জয়নাল,মনিরুল হক ভূট্রো ও রুস্তম শাহরিয়া।

অনুষ্ঠিত সম্মেলনটি উপজেলা আ’লীগের সভাপতি ও সাংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এর সভাপতিত্বে,যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক আজিম,পৌর-আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও উপজেলা যুবলীগের সম্পাদক কাউছার উদ্দিন কছির এর সময়ভেদে সঞ্চালনায়,পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
উপজেলা আ’লীগের সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন-বাংলাদেশ আ’লীগ সরকারের মহান জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সাংগঠনিকভাবে চট্রগ্রাম বিভাগের টিম প্রধান আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন-বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে সম্মেলনটি উদ্বোধন করেন-কক্সবাজার আ’লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।প্রধান বক্তার বক্তব্য রেখেছেন-জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর-মেয়র মুজিবুর রহমান।এছাড়াও আমন্ত্রিত অতিথির মধ্য বক্তব্য রেখেছেন-মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সাংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,জেলা আ’লীগের সহ-সভাপতি আজিজুর রহমান,সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম,জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক রনজিত দাশ,সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কমর উদ্দিন,জেলা কমিটির সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া,আমিনুর রশিদ দুলাল ও সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার প্রশান্ত বাবু প্রমূখ।


আরো বিভিন্ন বিভাগের খবর