সাকলাইন আলিফঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, এই জনপদে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। ২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে।
দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেছেন।
চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সকাল দশটায় শুরু হয় সম্মেল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্ব দুপুর দেড়টার দিকে শেষ হয়। এরপর ২ টার দিকে শুরু হয় কাউন্সিল অধিবেশন।
কাউন্সিলে সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম ।সম্মেলনে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মো: আবু মুছা।
সম্মেলনে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ সহ অনেকে।