শিরোনাম :
দেশের সবচেয়ে বৃহত্তম প্রতিমা বিসর্জন কক্সবাজার সৈকতে পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়ানমারের নৌ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত জেলেদের ফেরত আনা নিয়ে যেসব তথ্য জানালেন কোস্টগার্ড বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের চেয়ে ভালোভাবে পূজা করতে পারছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দুরা পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গঠন করে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে-তাহলে বিদেশী পর্যটকরা ভ্রমনে আসবে পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫ মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত

উখিয়া ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ রুম / ৩৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার বালুখালীতে ট্রাক খাদে পড়ে দুই রোহিঙ্গা কিশোরী ও টেকনাফে ট্রাকের চাপায় দুই সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৩ সিএনজি অটোরিকশা যাত্রী।
আজ রোববার (১১সেপ্টেম্বর) দুপুর ও বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
উখিয়ার বালুখালীতে দুর্ঘটনায় নিহতরা হলো ক্যাম্প ১৫ এর জি/২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে কানেতা বেগম ও একই এলাকার আবদু সালামের মেয়ে নুর কালেমা।
তথ্য নিশ্চিত করে ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, ১০ হাজার ইট বহনকারী একটি ট্রাক খাদে পড়ে যায়। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে ওই ট্রাকের নিচে চাপা পড়ে কানতা ও নুর কলিমা। পরে খবর পেয়ে এপিবিএন সদস্যরা ট্রাকটির নিচ থেকে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
তিনি বলেন,ট্রাকটির চালককে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপর দিকে আজ বিকেলে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার লম্বাবিল এলাকায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় আরও তিনজন গুরুতর আহত হয়। হতাহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন- ড্রাইভার মামুন ও জয়নাল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা সিএনজি সমিটির সাধারণ সম্পাদক নুরুল হোছাইন। তবে তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পত্যক্ষদর্শীরা জানায়,টেকনাফ হাইওয়ে সড়কে কক্সবাজারগামী ‘এ সালাম’ এসি বাসের সাথে টেকনাফ মুখি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষনিক পুলিশে জানালে পুলিশ এসে গাড়ি দু’টি জব্দ করেন এবং স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসময় দুজনকে মৃত ঘোষণা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর