শিরোনাম :
মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত মায়ের ডাক’র সমন্বয়ককে তুলে নেওয়ায় মির্জা ফখরুলের উদ্বেগ কৃষকের ফসল নষ্ট, সাবেক মন্ত্রী পরিষদ সচিব সহ ৭৬ জনের নামে মামলা বদির ‘আন্তর্জাতিক ক্যাশিয়ার’ ফারুককে গ্রেপ্তারে র‌্যাবের অভিযান, দুর্বৃত্তদের হামলা মাহমুদুর রহমানের কারাগারে যাওয়া নিয়ে যা বললেন আসিফ নজরুল কীভাবে ভারতে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী? দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী টেকনাফের সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষাসহ ১২দফা দাবী বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী বৈষম্য মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর স.- আদর্শই একমাত্র পথ “-মুহাম্মদ শাহজাহান

চকরিয়ায় দিনদুপুরে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনতাইঃআটক ১

নিউজ রুম / ১৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে সিএনজি গতিরোধ করে এক কিশোরীর কানের দুল, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। এ ঘটনায় স্থানীয়রা একজন ছিনতাইকারীকে ধরলে সাথে-সাথে ছাত্রলীগের সাবেক নেতা সাইফুল ইসলাম বাবুল এসে তাকে কৌশলে ছিনিয়ে নিয়ে যায়।

রবিবার দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার বাটাখালী ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় জড়িতের অভিযোগে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বাবুলকে আটক করে পুলিশ।
আটক- সাইফুল উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা এলাকার আবদুল জব্বারের ছেলে।
জানা যায়, মহেশখালীর হোয়ানক ইউনিয়ন থেকে সকালে দুই ভাইবোন নুর নাহার ও পারভেজ মিলে চকরিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। পরে দুপুরে ফেরার পথে ফুলতলা এলাকায় পৌঁছালে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বাবুলের নেতৃত্বে তিনটি মোটরসাইকেল করে সাতজন তাদের বহনকারী সিএনজি অটোরিকশা থামিয়ে মারধর করে। একপর্যায়ে ওই কিশোরীর কানের দুল, ব্যাগ থেকে নগদ টাকা, মোবাইল হাতিয়ে নিয়ে পালিয়ে যান। এমনকি ওই কিশোরীকে জড়িয়ে ছবি তোলে ওই ছিনতাইকারীরা।
বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা ফুলতলা এলাকার মো. মনুর আলমের ছেলে হারুন বাদশাকে আটক করে। পরে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে সাইফুল ইসলাম বাবুল এসে ছিনতাইকারীদের খোঁজ নেওয়ার কথা বলে হারুন বাদশাকে নিয়ে যায়।
বাটাখালী ফুলতলা এলাকার স্থানীয় লোকজন বলেন, ওই এলাকার একটি সিন্ডিকেট বিভিন্ন চুরি, ছিনতাইয়ের কাজে জড়িত। এই সিন্ডিকেটের নেতৃত্বে সাইফুল ইসলাম বাবুল রয়েছে বলে তাদের দাবি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইয়ের শিকার দুই ভাইবোন পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি সহ অন্যান্য ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর