বিডি প্রতিবেদক চট্টগ্রাম :
পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার বাবুল আক্তরসহ সাতজনকে আসামী করে মাহমুদা খানম মিতু হত্যা মামলার চার্জশীট আদালতে জমা দিয়েছে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। মঙ্গলবার দুপুরে এই চার্জশীট আদালতে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট শাখায় জমা দেন পিবিআই কর্মকর্তারা। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে চার্জশীট ও কিছু আলামত আদালতে জমা দেয়া হয়েছে। ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড়ের কাছে দুর্বৃত্তদের গুলি এবং ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মিতু। এই ঘটনায় মিতুর বাবা দায়ের করা মামলায় অভিযোগ পত্র দিলো পিবিআই। অবশ্য পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হেফাজতে নিয়াতনের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন বাবুল আক্তার।