বিডি প্রতিবেদক উখিয়া :
উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ৩টি বাস ফ্রি দেয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ঘুমধুম কেন্দ্র সরিয়ে কুতুপালং কেন্দ্রে নিয়ে যাওয়ায় বেকায়দায় পড়ে পরীক্ষার্থীরা। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বরাদ্দকৃত বাস ৩টি বাস যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হবে ততক্ষণ স্ট্যান্ডবাই থাকবে। পরীক্ষা দিতে আসা ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সালাম ও রফিক বলেন, পরীক্ষা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম, আমাদের এলাকার অবস্থা ভালো না। সকালেও কেন্দ্রে আসার সময় গুলির শব্দ শুনেছি। তবে উখিয়া থানার ওসি সাহেবের দেয়া গাড়ী নিয়ে যথা সময়ে কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পেরে ভালো লাগছে।