বিডি প্রতিবেদক চকরিয়া :
চকরিয়ার খুটাখালী ইউনিয়নে তাহেরা বেগম (৩৭) নামের এক দোকানী নারীকে অনৈতিক কুপ্রস্তাব দেয় বার্মাইয়া ফোরকান।প্রস্তাবে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে জখম করা হয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে খুটাখালী ইউপির ৬নং ওয়ার্ডের পিয়াইজ্জাকাটা-রুপসীনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত-তাহেরা বেগম (৩৭) ওই এলাকার নুরুল আলম প্রকাশ বাবু’র স্ত্রী।
এবিষয়ে আহত নারীর স্বামী নুরুল আলম জানান,আমার স্ত্রী দীর্ঘ দিন যাবৎ ওই জায়গা দোকান করে আসছে।আমার স্ত্রী দুই সন্তানও থাকেন।কিন্তু একই এলাকার বদিউল আলমের পুত্র ফোরকান (৩২) প্রকাশ বার্মাইয়া ফোরকান প্রায় সময় আমার স্ত্রীকে অনৈতিক কুপ্রস্তাব দেয়।গত শনিবার একইভাবে কুপ্রস্তাব দিলে,তাৎক্ষণিক আমার স্ত্রী রাজি না এর প্রতিবাদ করায়,সে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়।এই ঘটনাটি আমার স্ত্রী স্হানীয় লোকজনকে জানায়।এর উপর ক্ষিপ্ত হয়ে গত রবিবার সকাল ৮টার বার্মাইয়া ফোরকার তার দলবল নিয়ে বাকবিতণ্ডা শুরু করা মাত্র হত্যার উদ্দেশ্য উপর্যপুরি ছুরিকাঘাত করে।এসময় তাহেরার চিল্লাচিল্লিতে লোকজন এগিয়ে আসার পূবেই আঘাতের ছোঁটে মাটিতে ঢলে পড়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। অবস্থা সংকটাপন্ন দেখে কতর্ব্যরত চিকিৎসক তাকে সদর হাসপাতালে রেফার করেন।বর্তমানে সেখানে চিকিৎসাধিন রয়েছে।এবিষয়ে আমি মামলা দায়ের প্রস্ততি নিয়েছি।
আহত। তাহেরার ছেলে মিজান বলেন,আমরাতো গবির,অসহায়।আমাদের বিচার কেউ করবে না।তার বিরুদ্ধে বিচার দিলে রাতে এসে আবার মারবে মাকে।
স্হানীয়রা জানান,বার্মাইয়া ফোরকান এলাকাতে অনৈতিক কর্মকান্ড চালালেও,ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলেনা।তার নিজস্ব বাহিনীও আছে।স্হানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা তাকে লালন করে।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,এধরণের কোন ঘটনা শুনেনি,অভিযোগও পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা অবশ্যই নেওয়া হবে।