সুমন আহসান :
কক্সবাজার শহরের তিনটি পুকুরে বিনামূল্যে রুই প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
মঙ্গলবার সকালে আলাদাভাবে এসব পোনা অবমুক্ত করেন তিনি।
মৎস্য অধিদপ্তরের সাধারণ কর্মসূচির আওতায় কক্সবাজার কক্সবাজার পৌরসভার খতিয়ানভুক্ত লালদিঘী, গোলদিঘী ও নাপিতা পুকুরে এসব পোনা অবমুক্ত করা হয়।
এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম তারিকুল আলম, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।