শিরোনাম :
মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত মায়ের ডাক’র সমন্বয়ককে তুলে নেওয়ায় মির্জা ফখরুলের উদ্বেগ কৃষকের ফসল নষ্ট, সাবেক মন্ত্রী পরিষদ সচিব সহ ৭৬ জনের নামে মামলা বদির ‘আন্তর্জাতিক ক্যাশিয়ার’ ফারুককে গ্রেপ্তারে র‌্যাবের অভিযান, দুর্বৃত্তদের হামলা মাহমুদুর রহমানের কারাগারে যাওয়া নিয়ে যা বললেন আসিফ নজরুল কীভাবে ভারতে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী? দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী টেকনাফের সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষাসহ ১২দফা দাবী বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী বৈষম্য মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর স.- আদর্শই একমাত্র পথ “-মুহাম্মদ শাহজাহান

নিরবেই চলে গেলেন দোতারা শিল্পী নিরব দে

নিউজ রুম / ১৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন

ফরিদুল আলম দেওয়ান :
খড় খুঁটোর এক বাসা বাঁধলাম বাবুই পাখির মত,
এই হৃদয়ের ভালোবাসা দিলেম আছে যতো, একটা ময়না পাখি সেই বাসায়—
পুষেছিলাম কত আশায়,
তারে চোখে চোখে রাখি,
উইড়া যেন না যায় আমার
পোষা ময়না পাখি।
কিন্তু না। সত্যিই পোষা পাখি পোষ মানেনি। উড়ে গেছে খাঁছা ছেড়ে। শুন্য খাঁছাটিও আর রইল না। জীবনের শেষ যাত্রায় চিতার অনলে পুড়ে ছারখার হয়ে গেল লালিত সব স্বপ্ন।
যার জন্যে এতো সব উপমা তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মহেশখালী উপজেলা সংসদ এর সম্পাদক মন্ডলীর সদস্য, তরঙ্গ সংগীত নিকেতনের নিয়মিত দোতারা বাদক ও মহেশখালী শিল্পকলা একাডেমীর সদস্য বাবু নিরব দে (৫৫)। গতকাল ২৩ সেপ্টেম্বর সকালে না ফেরার দেশে পাড়ি জমালেন আজীবন সাংস্কৃতিক অঙ্গনের ব্রহ্মচারী এই গুণী দোতারা শিল্পী। উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী গ্রামে তার পৈতৃক নিবাস হলেও সংস্কৃতি চর্চার সুবিধার্থে তিনি উপজেলা সদরেই বসবাস করতেন। তিনি অতি শান্ত শিষ্ট নম্র ভদ্র মিষ্টি হাসির স্বভাব সুলভ আচরণের সাংস্কৃতি পাগল গুণী দোতারা শিল্পী ছিলেন।
নিরব দে’র কৈশোর থেকে অমীয় ঝোক ছিল বাদ্য যন্ত্র দোতারার প্রতি। দোতারার সেই অন্তর স্পর্শী টোন যেন তাকে পাগল করে দিত। তাইতো কৈশোরে এসে তার সেই অদম্য স্পৃহায় হাতে তুলে নেয় শখের দোতারা। গ্রামের বিভিন্ন অনুষ্ঠান সহ শিল্পীদের সাথে স্কুল কলেজ ও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে দোতারা বাজিয়ে অন্তরে লালন করে আসছিল আদি যুগের বাদ্য যন্ত্র দোতারার ঐতিহ্য। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক ছিলেন। গত সন্ধ্যায় মহেশখালী পৌর এলাকার দক্ষিণ হিন্দু পারায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর