জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
অবাধ,সুষ্ঠ,নিরপেক্ষ,ঝামেলা-বিহীন সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহতম সমিতি”বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন।উৎসব মূখর নির্বাচনে ফলাফল নিয়ে জয়-পরাজয়ের প্রার্থীরা সুন্তুষ্ঠ বলে জানিয়েছেন-রির্টানিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার-জেপি দেওয়ান।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিকেল ৪টার সময় বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়।তবে প্রার্থী বেশী হওয়ায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় রাত দেড়টায়।
বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভ্য ও পোষ্যদের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হলেন যারা,তারা হলেন-সভাপতি পদে গোলাপ ফুল প্রতিক নিয়ে ৭৩৭ ভোট পেয়ে দেলোয়ার হোছাইন বিএ ও চাকা প্রতিক নিয়ে ৬০১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক- মঈন উদ্দিন এবং সহ-সভাপতি পদে কামাল উদ্দিন বাবুল নির্বাচিত।
️
নির্বাচিত সদস্যেদের ফলাফলঃ-
গাভী প্রতিক নিয়ে ৭১১ ভোট পেয়ে ডাঃ নাজেম উদ্দিন,সেলাই মেশিন প্রতিক নিয়ে ৭০৩ পেয়ে নুরুল কাদের,বৈদ্যুতিক বাল্ব প্রতিক নিয়ে ৬১১ ভোট পেয়ে আব্দুল আজিজ,মাছ প্রতিক নিয়ে ৬০৮ পেয়ে জিয়া উদ্দিন জিয়া,চিংড়ি মাছ প্রতিক নিয়ে ৫৭৬ভোট পেয়ে কুতুব উদ্দিন,কবুতর প্রতিক নিয়ে ৪৬৬ ভোট পেয়ে শাহাব উদ্দিন শাকিল,
মাইক প্রতিক নিয়ে ৪৫৫ভোট পেয়ে নাজেম উদ্দিন,ফুটবল প্রতিক নিয়ে ৪৩৮ভোট পেয়ে বখতিয়ার উদ্দিন রুবেল ও ডাব প্রতিক নিয়ে ৪৩৭ ভোট পেয়ে হামিদ উল্লাহ নির্বাচিত হয়েছেন।
সহকারী রির্টানিং কর্মকর্তা-চকরিয়ার সমবায় অফিসার জাহাঙ্গীর আলম ও কক্সবাজার সদরের সমবায় কর্মকর্তা-রমিজ উদ্দিন জানান,বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি,সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাধারণ সদস্য পদ মিলিয়ে মোট-৩৭জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।তবে সমিতির মোট ভোটার সংখ্যা-১৪৮৮ভোট।নিদিষ্ট সময়ে মধ্য ভোট কাষ্ট হয়েছে-১৩৫৮ভোট। বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে ৯টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে।
সমিতির নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত আইন শৃংখলার দায়িত্বপালন সহ শৃংখলা বজায় রাখতে-চকরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি)রাহাত-উত-জামান,
চকরিয়ার সহকারী সমবায় কর্মকর্তা-আবু তাহের,চকরিয়া সার্কেল (এএসপি) তফিক আলম,চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী,অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার সহ ২০জন মত পুলিশ সদস্য,২০জন মত আনচার সদস্য,উপজেলার কর্মরত অসংখ্য সাংবাদিকগণ উপস্হিত ছিলেন।উৎসব মুখর ভোটে স্বতঃস্ফূর্ত মনে প্রার্থীর অংশ নিলেও,ভোট কেন্দ্রের এরিয়ার বাহিরে লক্ষ জনতার উপস্হিতি লক্ষনীয় ছিল।