এস এম হুমায়ুন কবির :
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দেয়াং পাড়া ২৬ সেপ্টেম্বর রাতে প্রকাশ্যে নির্মম ছুরিকাঘাতের ঘটনা সংঘটিত হয়।
২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হক হাসপাতালের বেডে কাদঁরাচ্ছে। বড় আকারের বেন্ডেজ মাহমুদুলের ডান হাতে। চুরির আঘাতে ডান হাতের একটি অংশের মাংস ছেদ করে আংশিক হাড্ডি ও কেটেছে।
মাহমুদুল হক জানিয়েছেঃ-রাজারকুল দেয়াং পাড়ার দিদারুল আলমের সাথে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল।২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে দেয়াং পাড়া স্টেশন আবদুল্লাহর চা দোকানের সামনে দিদারুল আলম ও তার ২ পুত্র সাইফুল ইসলাম (২৪) ও নিশাদ (১৯) এবং একই এলাকার মৃত ইসলামের পুত্র আবদুর রহমান (৩৫) আকস্মিক মাহমুদুল হকের উপর হামলে পড়ে।চুরি দিয়ে বুকে সজোরে আঘাতের চেষ্টা করলে চোরি লক্ষ্যচ্যত হয়ে তার ডান হাতে লেগে বেশ অংশ কেটে যায়।তাছাড়া কিল,ঘুষি, লাথি সহ ব্যাপক মারধরের কারণে ঘটনাস্থলেই জ্ঞান হারান স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হক।
প্রত্যক্ষদর্শীরা মুমূর্ষু অবস্থায় মাহমুদুল কে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
এ ঘটনায় রামু থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।প্রকাশ্যে ন্যাক্কারজনক এমন ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।