শিরোনাম :
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে-সালাহ উদ্দিন জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন কক্সবাজারের ১৬ বছর পর বিএনপি’র মহাসমাবেশ কক্সবাজারের টেকনাফে ৬৯ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ দুজন আটক টেকনাফে টানা জালে ধরা পড়ল ১৯৪ কেজি’র বোল মাছ “মানবিক বাংলাদেশ বিনির্মাণের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে”-আমীর আনোয়ারী উখিয়ায় পাহাড় কেটে দিন-রাত কৃষিজমি ভরাট চকরিয়ায় বন্য হাতির মরদেহ উদ্ধার জেলা বিএনপির সমাবেশ : ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের নেতৃত্বে পৌর সদর রামু ও ঈদগাঁও বিএনপির প্রস্তুতি উখিয়ায় ৪ ইটভাটায় জরিমানার পর আরও ৩টির চুল্লী গুড়িয়ে দিল প্রশাসন

সন্ত্রাসীর ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত।।

নিউজ রুম / ৫৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

এস এম হুমায়ুন কবির :
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দেয়াং পাড়া ২৬ সেপ্টেম্বর রাতে প্রকাশ্যে নির্মম ছুরিকাঘাতের ঘটনা সংঘটিত হয়।
২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হক হাসপাতালের বেডে কাদঁরাচ্ছে। বড় আকারের বেন্ডেজ মাহমুদুলের ডান হাতে। চুরির আঘাতে ডান হাতের একটি অংশের মাংস ছেদ করে আংশিক হাড্ডি ও কেটেছে।
মাহমুদুল হক জানিয়েছেঃ-রাজারকুল দেয়াং পাড়ার দিদারুল আলমের সাথে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল।২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে দেয়াং পাড়া স্টেশন আবদুল্লাহর চা দোকানের সামনে দিদারুল আলম ও তার ২ পুত্র সাইফুল ইসলাম (২৪) ও নিশাদ (১৯) এবং একই এলাকার মৃত ইসলামের পুত্র আবদুর রহমান (৩৫) আকস্মিক মাহমুদুল হকের উপর হামলে পড়ে।চুরি দিয়ে বুকে সজোরে আঘাতের চেষ্টা করলে চোরি লক্ষ্যচ্যত হয়ে তার ডান হাতে লেগে বেশ অংশ কেটে যায়।তাছাড়া কিল,ঘুষি, লাথি সহ ব্যাপক মারধরের কারণে ঘটনাস্থলেই জ্ঞান হারান স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হক।
প্রত্যক্ষদর্শীরা মুমূর্ষু অবস্থায় মাহমুদুল কে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
এ ঘটনায় রামু থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।প্রকাশ্যে ন্যাক্কারজনক এমন ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর