বিডি প্রতিবেদক:
পর্যটনের নতুন ভাবনা এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৭ দিন ব্যাপি পর্যটন মেলা ও বীচ কার্নিভাল উদ্বোধন করা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসন ও বীচ ম্যানেজম্যান্ট কমিটির যৌথ উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস ও৭ দিন ব্যাপী পর্যটন মেলা উদ্বোধন উপলক্ষে আজ৷ মংগলবার সকাল সাড়ে দশটায় কক্সবাজার লাবনী পয়েন্ট থেকে বর্নাঢ্য র্যালী বের করা হয়। কক্সবাজারের জেলা প্রশাসক মো মামুনুর রশীদের নেতৃত্বে র্যালীতে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ট্যুরিস্ট পুলিশ হোটেল মোটেল গেস্ট হাউজ, পর্যটন সংশ্লিষ্ট সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন অংশ নেন।
পরে সৈকতের লাবনী পয়েন্টে পর্যটনের নতুন ভাবনা ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো মামুনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল আশেক উল্লাহ রফিক এমপি জাফর আলম এমপি কক্সবাজারের পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে অতিথিরা আনুষ্ঠানিক ভাবে পর্যটন মেলা ও বীচ কার্নিভাল উদ্বোধন করা হয়। ৭ দিন ব্যাপী এই বীচ কার্নিভালে সাংস্কৃতিক অনুষ্ঠান রাখাইনদের নৃত্য অনুষ্ঠান সহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। পর্যটন মেলায় দুই শত চল্লিশটি স্টল স্হান পায়।