টিআর রহমান
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আকর্ষণীয় নৌ—র্যালী করেছে ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)।
মঙ্গলবার কক্সবাজার থেকে মহেশখালী ও মহেশখালী থেকে কক্সবাজার নৌ—পথে শতাধিক স্পীড বোর্ড নিয়ে বিশাল এই র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে জাতীয় পতাকা, টুয়াক’র পতাকাসহ রঙ—বেরঙের ফেস্টুন ও প্লে—কার্ড নিয়ে স্বতস্ফূর্ত অংশ নেন পাঁচ শতাধিক পর্যটনসেবী।
পরে মহেশখালী আদিনাথ জেটিঘাটে টুয়াক সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার—২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন।
সভায় বক্তারা বলেন, ‘পর্যটন শিল্প বিকাশে টুয়াক অনন্য ভূমিকা রাখছে। তাদের পথ ধরে অন্যদেরও এগিয়ে আসতে হবে। শুধু সমুদ্র সৈকত নয়, বিশ্ব দরবারে কক্সবাজারের সব পর্যটন স্পটকে সুচারুভাবে তুলে ধরতে হবে। তবেই কক্সবাজারকে পর্যটনে ব্র্যান্ডিং করা সম্ভব। এ জন্য দরকার ঐক্যবদ্ধ প্রয়াস।’
তোহিদুল ইসলাম তোহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মেরিন ড্রাইভ হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, টুয়াকের সাধারণ সম্পাদক এ.কে.এম মুনীবুর রহমান টিটু, পর্যটন উদ্যোক্তা নুরুল কবির পাশা, হোটেল মোটেল অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সুবীর বড়–য়া ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহসহ টুয়াক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
###