বিডি প্রতিবেদক রামু :
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোরান অবমাননার অভিযোগে বৌদ্ধ বিহার ও বসতিতে সাম্প্রদায়িক হামলা চালিয়ে কয়েকশো বছরের প্রাচীন বৌদ্ধ বিহারসহ ১২ টি বৌদ্ধ বিহার ও ২৬টি বসত ঘর পুড়িয়ে দেওয়া হয়। বহুল আলোচিত এ সমাম্প্রদায়িক হামলার ১০ বছর পার হলেও এ সংক্রান্ত ১৮টি মামলার মধ্যে একটির বিচার কাজ শেষ না হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৌদ্ধ সম্প্রদায় ও বৌদ্ধ ভিক্ষুরা।
আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রামু মৈত্রী বিহারে সামনে শান্তিপূর্ মানববন্ধন কর্মসচি পালন করেছে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ। এর আগে বিহারপ্রাঙ্গনে মহা সংঘদান,অষ্টপরিষ্কার দান ও ধর্মসভা অনুষ্ঠিত হয়।
রামুর পানেরছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুচারিতা মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো। প্রধান বক্ত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এছাড়াও সংগঠনের সভাপতি কেতন বড়ুয়া,সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া বক্তব্য দেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনার বিচার এবং
জগতের সকল প্রাণীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।