মুকুল কান্তি দাশ,চকরিয়া:
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কক্সবাজার জেলা শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী (ইউএনও) নির্বাচিত হয়েছেন জেপি দেওয়ান। এছাড়াও চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসির উদ্দিন শ্রেষ্ঠ ক্লাস শিক্ষক নির্বাচিত হন।
গতকাল শুক্রবার (৩০সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.জেছের আলী বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ সালের ১৯টি ক্যাটাগরির মধ্যে জেপি দেওয়ান কক্সবাজার জেলার ৯ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হন। এছাড়াও চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসির উদ্দিন শ্রেষ্ঠ ক্লাস শিক্ষক নির্বাচিত হন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, যেকোন পুরস্কার কাজের প্রতি আগ্রহ তৈরী করে। এই অর্জন চকরিয়াবাসির। এই অর্জনের মধ্য দিয়ে চকরিয়াকে শিক্ষা ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা নিয়ে কাজ করে যাবো