বিডি প্রতিবেদক :
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ২৪ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি পালন করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) সকাল ১০টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণঢ্য শোভাযাত্রা বের হয়। পরে কক্সবাজার প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি পালিত হয়। প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেছেন, উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করছে চ্যানেল আই। হৃদয়ে মাটি ও মানুষ ও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের মাধ্যমে এ দেশের কৃষি সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ ভূমিকা রাখছে চ্যানেল আই। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখছে চ্যানেল আই। প্রকৃতি পরিবেশের ব্যাপারে মানুষকে সচেতন করার কাজও করছে চ্যানেল আই। তাই চ্যানেল আই বাংলাদেশের অগ্রযাত্রার অনন্য অংশীদার।
চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিকের সঞ্চলনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম বার।
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম , কক্সবাজার সদর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা চ্যানেল আইয়ের সাফল্য কামনা করে বক্তারা বলেন, উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চ্যানেল আইয়ের ভূমিকা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অতিথিদের চ্যানেল আইয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক।
এতে অন্যান্যদের মধ্যে , ব্যবসায়ী নেতা জয়নাল আবেদী, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মাওলানা সালাহউদ্দিন তারেক, প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য, কক্সবাজার চেম্বারের সদস্য, কক্সবাজার প্রেসক্লাবের সিনিয়র কর্মকর্তা, সাংবাদিক ইউনিয়নের নেতা, পরিবেশবিদ, উন্নয়ন কর্মী, বিভিন্ন টেলিভিশন, জাতীয় আঞ্চলিক দৈনিক, রেডিও অনলাইন সহ দেশী বিদেশী মিডিয়ায় কর্মরত বিপুলসংখ্যক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
###