শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা বাসীর প্রতি উপজেলা নির্বাহী অফিসাারের অনুরোধ এলাকাবাসীকে কাঁদিয়ে বিদায় নিলেন সচিব মোজাহেরঃবরণ করলো সালাহউদ্দিনকে চকরিয়ায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত খুটাখালীতে স্যালু মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলনঃধসে পড়ার মূখে বেড়িবাঁধ চকরিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু কক্সবাজারে প্রতি হাজারে ২২ জন প্রতিবন্ধি নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে-হামিদ আযাদ আগ্নেয়াস্ত্র সহ দুই যুবক আটক পর্যটক সাজা দুই অস্ত্র ব্যবসায়ীর কাঁধে থাকা স্কুল ব্যাগ থেকে ৪ টি অস্ত্র ওগুলি উদ্ধার কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার, পরিদর্শনে বাফুফে টিম

আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে হারানোর ক্ষমতা কোন দলের নেই…..আওয়ামী লীগের ধর্ম সম্পাদক

নিউজ রুম / ২২ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

আল জাবের :
আওয়ামী লীগ ঐক‍্যবদ্ধ থাকলে হারানোর ক্ষমতা কোন দলেরই নেই। এটি বারবার প্রমাণিত হয়েছে। ১৯৯১ ও ২০০১ সালে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে হারানো হয়েছিল। পরবর্তীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতি আবার প্রমাণ করেছে দেশের মানুষ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ। রবিবার সকাল দশটায় কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা একথা বলেন।

সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা পাশা চৌধুরী। হাজী রশিদ আহমদের সভাপতিত্বে ও রমিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে আশেক উল্লাহ রফিক এমপি বলেন দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে দেশব্যাপী উন্নয়ন অব্যাহত আছে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন মুখ থুবড়ে পড়বে। ইতিমধ্যে মহেশখালী উপজেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন হয়েছে।এমন কোন ধর্মীয় প্রতিষ্ঠান নাই শেখ হাসিনার অনুদান পৌঁছেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী হলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় না আসলে জোট সরকারের সন্ত্রাস দখলবাজি আবার শুরু হবে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া। বক্তব‍্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মং রিপো, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহম্মদ রুহুল আমিন, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাসান বশির, মহিলা আওয়ামী লীগের সভাপতি মশরফা জান্নাত, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান আরিফ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ।


আরো বিভিন্ন বিভাগের খবর