এম এন আলম:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়ন আওয়ামীলীগের থ্রী বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। দুপুর দেড়টার দিকে প্রথম অধিবেশন শেষ হয়। তিনটা থেকে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। সেখানে সভাপতি প্রাপ্ত হয় যথাক্রমে হাসান বসির, জাকের হোসাইন ও তারেক বিন ওসমান শরীফ।
পরে দুই সভাপতি প্রার্থী কালামারমার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফকে সমর্থন করে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে। ফলে তারেক বিন ওসমান শরীফ আগামী তিন বছরের জন্য কালারমার ছড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
কাউন্সিল অধিবেশনে প্রথমে সাধারণ সম্পাদকে সাতজন প্রার্থী হলেও পরে চারজনের মধ্যে ভোটাভুটি হয়। ৪ প্রার্থী হলেন, আলাউদ্দিন, বদিউল আলম, সারোয়ার আজম ও মোঃ জাকারিয়া।
পরে কাউন্সিলরদের প্রত্যক্ষ ১৩৪ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলাউদ্দিন। তিনি কালারমার ছড়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত সাধারণ সম্পাদক বদনের পুত্র।
নির্বাচন শেষে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি তারেক বিন ওসমান শরীফ গণমাধ্যমকে বলেন, তৃণমূল আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে নিয়ে, একটি শক্তিশালী কমিটি গঠন করার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের লক্ষ্যে এখন থেকে কাজ শুরু করবে।