শিরোনাম :
নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ক্যাম্পে ৪ রোহিঙ্গা খুন : আরসা প্রধান আতাউল্লাহর ৩ দিনের রিমান্ড ভারী বৃষ্টিতে শহর জুড়ে জলাবদ্ধতা কক্সবাজারে সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু এবং দুইজন নিখোঁজে প্রধান উপদেষ্টা ও তাসনিম জারাকে নিয়ে কটুক্তি, মহেশখালীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক রেজাউল বরখাস্ত, উখিয়ায় খাল থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার রাজাপালং এমদাদুল উলুম মাদ্রাসায় বৃহৎ ইসলামিক লাইব্রেরি স্থাপনের ঘোষণা দিলেন শাহজাহান চৌধুরী পেকুয়ায় ১৬একর চিংড়ি ঘেরের বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা দুই যুগ ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি লালজান পাড়া-রব্বত আলী পাড়া সড় মালুমঘাটে পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেন র্দূবৃত্তরাঃ এসআই সঞ্জীব প্রত্যাহার

চকরিয়ায় একরাতে ৫টি গরু চুরিঃআতংকে এলাকাবাসী

নিউজ রুম / ১১৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় এক রাতে ৫টি গরু চুরি হওয়ার অভিযোগ উঠেছে।চুরি,ছিনতাই ও ডাকাত আতংকে এলাকাবাসী।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নে চুরির ঘটনা ঘটেছে।
ভূক্তভোগি কাকারা ইউপির হাজেমপাড়া দরগা রাস্তার মাথা এলাকার মোঃ সেলিম জানান-মঙ্গলবার রাত ২টার দিকে সংঘবদ্ধ চোর সিন্ডিকেটেরা আমার গোয়াল ঘর থেকে ২টি (ষাঁড়) গরু চুরি করে নিয়ে যায়।
একই ইউপির বটতলী এলাকার মোঃআলী জানান,মঙ্গলবার রাতে আমার গোয়ার থেকে ২টি গরু চুরি হয়েছে।
একই ইউপির উত্তর লোটনী এলাকার আব্দুল বাসেত জানান,মঙ্গলবার রাতে আমার গোয়াল ঘর থেকে ১টি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে।বিষয়টি স্হানীয় চেয়ারম্যানকে অবগত করেছি।
চকরিয়ার এক সিনিয়র সাংবাদিক ওই এলাকার বাসিন্দা তিনি নিজের টাইমলাইনে লিখেছেন-মঙ্গলবার দিবাগত রাতে কাকার ইউপির বিভিন্ন এলাকা থেকে ৫টি গরু চুরি হয়েছে।এছাড়াও প্রতিরাতে বাড়ি চুরি, মোবাইল ছিনতাই ও সড়ক ডাকাতির মত ঘটনা ঘটেছে।আইন প্রয়োগকারী সংস্থার কি করার কিছুই নাই! নাকি বলে উল্লেখ করেন।
যে কারণে এলাকাবাসী আতংকে দিনাতিপাত করছেন।
কাকারা ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন,আমার ইউনিয়নে একরাতে ৫টি গরু চুরি হয়েছে বলে ভূক্তভোগিরা জানিয়েছেন।বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি।গরুর মালিকেরাও তাদের চুরি হওয়া গরু খুজঁতেছে,আমিও বিভিন্ন এলাকাতে খবরটি জানিয়ে চোর ধরার চেষ্টা চালাচ্ছি।প্রশাসন আমাকে জানিয়েছেন-গরু চোর সিন্ডিকেটে কারা জড়িত?দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর