শিরোনাম :
দেশের সবচেয়ে বৃহত্তম প্রতিমা বিসর্জন কক্সবাজার সৈকতে পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়ানমারের নৌ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত জেলেদের ফেরত আনা নিয়ে যেসব তথ্য জানালেন কোস্টগার্ড বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের চেয়ে ভালোভাবে পূজা করতে পারছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দুরা পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গঠন করে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে-তাহলে বিদেশী পর্যটকরা ভ্রমনে আসবে পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫ মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত

চকরিয়ায় একরাতে ৫টি গরু চুরিঃআতংকে এলাকাবাসী

নিউজ রুম / ২৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় এক রাতে ৫টি গরু চুরি হওয়ার অভিযোগ উঠেছে।চুরি,ছিনতাই ও ডাকাত আতংকে এলাকাবাসী।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নে চুরির ঘটনা ঘটেছে।
ভূক্তভোগি কাকারা ইউপির হাজেমপাড়া দরগা রাস্তার মাথা এলাকার মোঃ সেলিম জানান-মঙ্গলবার রাত ২টার দিকে সংঘবদ্ধ চোর সিন্ডিকেটেরা আমার গোয়াল ঘর থেকে ২টি (ষাঁড়) গরু চুরি করে নিয়ে যায়।
একই ইউপির বটতলী এলাকার মোঃআলী জানান,মঙ্গলবার রাতে আমার গোয়ার থেকে ২টি গরু চুরি হয়েছে।
একই ইউপির উত্তর লোটনী এলাকার আব্দুল বাসেত জানান,মঙ্গলবার রাতে আমার গোয়াল ঘর থেকে ১টি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে।বিষয়টি স্হানীয় চেয়ারম্যানকে অবগত করেছি।
চকরিয়ার এক সিনিয়র সাংবাদিক ওই এলাকার বাসিন্দা তিনি নিজের টাইমলাইনে লিখেছেন-মঙ্গলবার দিবাগত রাতে কাকার ইউপির বিভিন্ন এলাকা থেকে ৫টি গরু চুরি হয়েছে।এছাড়াও প্রতিরাতে বাড়ি চুরি, মোবাইল ছিনতাই ও সড়ক ডাকাতির মত ঘটনা ঘটেছে।আইন প্রয়োগকারী সংস্থার কি করার কিছুই নাই! নাকি বলে উল্লেখ করেন।
যে কারণে এলাকাবাসী আতংকে দিনাতিপাত করছেন।
কাকারা ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন,আমার ইউনিয়নে একরাতে ৫টি গরু চুরি হয়েছে বলে ভূক্তভোগিরা জানিয়েছেন।বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি।গরুর মালিকেরাও তাদের চুরি হওয়া গরু খুজঁতেছে,আমিও বিভিন্ন এলাকাতে খবরটি জানিয়ে চোর ধরার চেষ্টা চালাচ্ছি।প্রশাসন আমাকে জানিয়েছেন-গরু চোর সিন্ডিকেটে কারা জড়িত?দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর