শিরোনাম :
আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জলখেলী উৎসব শুরু রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নাঃ ড. খলিলুর রহমান পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু মহেশখালী-কক্সবাজার নৌপথে পরীক্ষামূলক ভাবে সি-ট্রাক চালু, চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়কারী নারী-পুরুষ গ্রেফতার চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিং উদ্বোধন কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু সমুদ্রে ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

চকরিয়ায় একরাতে ৫টি গরু চুরিঃআতংকে এলাকাবাসী

নিউজ রুম / ১০০ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় এক রাতে ৫টি গরু চুরি হওয়ার অভিযোগ উঠেছে।চুরি,ছিনতাই ও ডাকাত আতংকে এলাকাবাসী।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নে চুরির ঘটনা ঘটেছে।
ভূক্তভোগি কাকারা ইউপির হাজেমপাড়া দরগা রাস্তার মাথা এলাকার মোঃ সেলিম জানান-মঙ্গলবার রাত ২টার দিকে সংঘবদ্ধ চোর সিন্ডিকেটেরা আমার গোয়াল ঘর থেকে ২টি (ষাঁড়) গরু চুরি করে নিয়ে যায়।
একই ইউপির বটতলী এলাকার মোঃআলী জানান,মঙ্গলবার রাতে আমার গোয়ার থেকে ২টি গরু চুরি হয়েছে।
একই ইউপির উত্তর লোটনী এলাকার আব্দুল বাসেত জানান,মঙ্গলবার রাতে আমার গোয়াল ঘর থেকে ১টি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে।বিষয়টি স্হানীয় চেয়ারম্যানকে অবগত করেছি।
চকরিয়ার এক সিনিয়র সাংবাদিক ওই এলাকার বাসিন্দা তিনি নিজের টাইমলাইনে লিখেছেন-মঙ্গলবার দিবাগত রাতে কাকার ইউপির বিভিন্ন এলাকা থেকে ৫টি গরু চুরি হয়েছে।এছাড়াও প্রতিরাতে বাড়ি চুরি, মোবাইল ছিনতাই ও সড়ক ডাকাতির মত ঘটনা ঘটেছে।আইন প্রয়োগকারী সংস্থার কি করার কিছুই নাই! নাকি বলে উল্লেখ করেন।
যে কারণে এলাকাবাসী আতংকে দিনাতিপাত করছেন।
কাকারা ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন,আমার ইউনিয়নে একরাতে ৫টি গরু চুরি হয়েছে বলে ভূক্তভোগিরা জানিয়েছেন।বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি।গরুর মালিকেরাও তাদের চুরি হওয়া গরু খুজঁতেছে,আমিও বিভিন্ন এলাকাতে খবরটি জানিয়ে চোর ধরার চেষ্টা চালাচ্ছি।প্রশাসন আমাকে জানিয়েছেন-গরু চোর সিন্ডিকেটে কারা জড়িত?দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর