হ্যাপী করিম :
আজ রবিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় মহেশখালী উপজেলা গাউছিয়া কমিটির উদ্যোগে
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এর নেতৃত্বে জশনে জুলুসের একটি বর্ণাঢ্য বিশাল শোভাযাত্রা বের করা হয়। জুলুসকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, জুলুসের পতাকা, ব্যানার, পোস্টার, ফেস্টুন, তরুনের সাজে মহেশখালী শহরের সড়ক মানুষ আর মানুষ। যেদিকে চোখ যায় শুধু পাঞ্জাবি টুপি পরিহিত মুসল্লিদের ভিড়। হামদ-নাত আর দরুদে মুখর পরিবেশে জুলুসে হাজারো মানুষের ঢল নামে। জুলুসে শিশু কিশোরসহ নানা বয়সী মানুষের অংশগ্রহণে একাকার হয়ে পড়ে মহেশখালীর রাজপথ।