এইচ এম নজরুল :
কক্সবাজার জেলা প্রশাসনের পদক্ষেপে অবশেষে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে থাকা ঝুপড়ি উচ্ছেদ শুরু করেছে, কিন্তু সেটি সাহসী পদক্ষেপ নয়, জেলা প্রশাসনের সাহসী পদক্ষেপ হবে ইসিএ আইন অমান্য করে যেসকল সরকারি বেসরকারি বহুতল ভবন নির্মাণ করেছে তাদের স্থাপনায়ও বুলডোজার দিতে পারলে!!
কারণ মহামান্য হাইকোর্টের আদেশ নির্দেশ দেওয়া আছে সমুদ্র সৈকতে ইসিএ এলাকায় সকল স্থাপনা উচ্ছেদ করতে!
আমরা চাই বালিয়াড়ি উন্মুক্ত থাকুক, পরিবেশ প্রতিবেশ রক্ষা হোক।
কেউ খাবে কেউ খাবেনা, তা হবেনা তা হবে না।
সাংবাদিক, পরিবেশবিদ, মাটির ব্যাংকের চেয়ারম্যান এইচএম নজরুলের ফেসবুক থেকে নেওয়া