বার্তা পরিবেশকঃ
কক্সবাজার জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন স্বতস্ফূর্তভাবে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) শহরের লালদিঘী পাড়স্থ পার্টির জেলা কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির আহবায়ক মেহেরুজ্জামান ও সদস্য সচিব মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন চেয়ারম্যান, টেকনাফ উপজেলা সভাপতি মাষ্টার এম এ মনজুর, রামু উপজেলা সভাপতি হোসাইনুল ইসলাম মাতবর, কক্সবাজার শহর শাখার সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, পেকুয়া উপজেলা সভাপতি মাহবুবুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা সহ সভাপতি মোরশেদ আলম মেম্বার, সাধারণ সম্পাদক এডভোকেট আইয়ুব হোসাইন, চকরিয়া উপজেলা সভাপতি জসিম উদ্দিন, সদর উপজেলা সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, মহেশখালী উপজেলা সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাঁশী, চকরিয়া পৌর শাখার সভাপতি জসিম উদ্দিন কমিশনার, কক্সবাজার শহর শাখার সহ সভাপতি মুজিবুর রহমান, চকরিয়া উপজেলার সহ সভাপতি বদিউল আলম, টেকনাফ উপজেলা সভাপতি ইসমাইল হোসেন কালু, উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, টেকনাফ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজেদ মিয়া, জেলা শ্রমিক পার্টির সভাপতি এস এম বাবর, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুচ্ছফা সাগর, জেলা ওলামা পার্টির সভাপতি শফিউল্লাহ জিহাদী, সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ সোহেল, মোটর শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, তরুন পার্টির আহবায়ক কামাল উদ্দিন ও জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ফরিদ মিয়া।
নেতৃবৃন্দ বলেন, আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা জাতীয় পার্টির সম্মেলন বানচাল করার জন্য সব সময়ের সুবিধাবাদী একটি চক্র উঠেপড়ে লেগেছে। তাদের সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে কক্সবাজার জেলা জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করে ২২ তারিখের সম্মেলন স্বতস্ফূর্তভাবে সম্পন্নের মাধ্যমে পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদেরের হাতকে শক্তিশালী করা হবে। এ সময় সম্মেলন সফল করতে জেলার সব উপজেলা থেকে নেতাকর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহন হবে প্রতিশ্রুতি ব্যক্ত করেন সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কক্সবাজার জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২২ অক্টোবর শনিবার ইন্সটিটিউট কাম পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের, বিশেষ অতিথি হিসেবে পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধান বক্তা থাকবেন পার্টির মুজিবুল হক চুন্নু। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।