শিরোনাম :
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে-সালাহ উদ্দিন জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন কক্সবাজারের ১৬ বছর পর বিএনপি’র মহাসমাবেশ কক্সবাজারের টেকনাফে ৬৯ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ দুজন আটক টেকনাফে টানা জালে ধরা পড়ল ১৯৪ কেজি’র বোল মাছ “মানবিক বাংলাদেশ বিনির্মাণের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে”-আমীর আনোয়ারী উখিয়ায় পাহাড় কেটে দিন-রাত কৃষিজমি ভরাট চকরিয়ায় বন্য হাতির মরদেহ উদ্ধার জেলা বিএনপির সমাবেশ : ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের নেতৃত্বে পৌর সদর রামু ও ঈদগাঁও বিএনপির প্রস্তুতি উখিয়ায় ৪ ইটভাটায় জরিমানার পর আরও ৩টির চুল্লী গুড়িয়ে দিল প্রশাসন

যৌতুকের জন্য স্ত্রীসহ ৫জনকে কুপিয়ে আহত

নিউজ রুম / ৫১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় যৌতুকের জন্য শাশুর বাড়ীতে স্ত্রীকে নির্যাতনের বাধায় মেয়েটির পিতা-মাতা,ভাই-বোনসহ ৫জনকে কুপিয়ে জখম করা হয়েছে।এবিষয়ে ৬জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দিকে উপজেলার কাকারা ইউপির আল-আমিন পাড়ায় এঘটনা ঘটেছে।
আহতরা হলেন,কাকারা ইউপির ১নং ওয়ার্ডের বার-আওলিয়ানগর আল-আমিন পাড়া গ্রামের মেয়েটির পিতা আবু শামা(৬৫),মাতা হামিদা বেগম বুলু(৫৫),ভাই মোঃ আরিফ(২০),বোন ফাতেমা বেগম(১৮) ও বৃষ্টি মণি(১৬)।
ভূক্তভোগি পরিবারের বড় ছেলে মোঃ মোশারফ হোসেন জানান, একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র মোঃ শরীফের সাথে আমার বোনের বিয়ে হয়। বিয়ের সময় দাবীকৃত যৌতুকের সবকিছু দেয়া হয়েছিল।বর্তমানে তাদের সংসারে দুই বছরের এক ছেলেও রয়েছে।র্দূভাগ্য গত এক বছর যাবৎ আমার বোনকে আবারো যৌতুক এনে দেওয়ার জন্য শারিরীক ও মানসিক নির্যাতন চালাচ্ছে।এবিষয়ে বহুবার স্হানীয় শালিসে সমাধান করা হয়।
এমতাবস্থায় গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বোনকে শাশুর বাড়ীর লোকজন মারধর করে ঘরে থেকে উঠানে বের করে দেয়।পার্শ্ববর্তী হওয়ায় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আহতরা ওখানে গিয়ে নির্যাতনের কারণ কি জানতে চাইলে,তখন আসামীরা বেপরোয়া হয়ে তাদেরকেও ধারালো দা, কিরিছ,লোহার রড,হাতুড়ি দিয়ে বেদড়ক মারধরে রক্তাক্ত জখম করেছে।পরে স্হানীয়দের সহযোগিতায় আহতদেরাে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়েছে।এমনকি ঘটনার সময় তারার আমার বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।এসময় তারা নগদ ১০ হাজার টাকা,৪টি মোবাইল সেট ও ২ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এনিয়ে তারা মামলার প্রস্তুতি নিয়েছে বলে জানান।
হামলাকারীরা হলেন,বোনের শ্বাশুর বাড়ি পরিবারের মৃত মোঃ আলীর পুত্র পাষন্ড স্বামী শরীফ, তার ভাই দিদারুল ইসলাম,সজিব, সোহেল,তাদের মা রহিমা বেগম,মেয়ে নয়ন মনি,পুতু মণি।

চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,আহত পরিবার থেকে এজাহার জমা দেওয়া হয়েছে।বিষয়টি তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর