শিরোনাম :
আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জলখেলী উৎসব শুরু রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নাঃ ড. খলিলুর রহমান পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু মহেশখালী-কক্সবাজার নৌপথে পরীক্ষামূলক ভাবে সি-ট্রাক চালু, চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়কারী নারী-পুরুষ গ্রেফতার চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিং উদ্বোধন কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু সমুদ্রে ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

কক্সবাজারে “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” শীর্ষক দিনব্যাপী কর্মশালা

নিউজ রুম / ৮০ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

সুমন আহসান :
পর্যটন নগরী কক্সবাজারে “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এছাড়াও আলাদা আলাদা সেশনে “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক রাহনুমা সালাম খান,‌ কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, ভূমিজ এর প্রতিষ্ঠাতা ফারহানা রশিদ, ইউএনডিপির সাসটেইনেবল সলিউশনস টু ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট ম্যানেজার মনজুরুল হক,
ওয়েস্ট কনসার্ন এর নির্বাহী পরিচালক আবু হাসনাত মোঃ মাকসুদ সিনহা, ভিসকম বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক মারুফ কবির, আইইউসিএন বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাকিবুল আমিন, গার্বেজম্যান লিমিটেড এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, টুয়াক সাধারণ সম্পাদক একেএম মুনিবুর রহমান টিটু ও টুয়াক নেতা তৌহিদুল ইসলাম তোহাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
কর্মশালার সমন্বয়ক এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন।
কর্মশালায় অংশ গ্রহণকারী সকলের পরামর্শক্রমে কক্সবাজারের “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” নিয়ে বেশ কিছু সমস্যা এবং সম্ভাবনা সনাক্ত করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর