সাকলাইন আলিফঃ
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা থেকে সংরক্ষিত মহিলা (ওয়ার্ড -৩) সদস্য পদে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন এমপি কন্যা তানিয়া আফরিন।
কক্সাবাজার -১ (চকরিয়া – পেকুয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের সুযোগ্য কন্যা তানিয়া আফরিন প্রথম বার নির্বাচনে নেমে বাজিমাত করতে সমর্থ হয়েছেন। যা ভবিষ্যতে রাজনীতি ক্ষেত্রে তার জন্য একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে বিজ্ঞজনের অভিমত।
নির্বাচন কার্যালয় কর্তৃক সরবরাহকৃত তথ্যে দেখা যায়, জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সদস্য আসমাউল হোসনা পেয়েছেন ১৩৪ ভোট আর তানিয়া আফরিন পেয়েছেন ২৮২ ভোট। মোট ১৪৮ ভোটের ব্যবধানে তানিয়া আফরিন বিজয়ী হয়েছেন।
ভোটের ফলাফলে দেখা যায়, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়ার মোট ৩ টি কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বির চাইতে বেশী ভোট পেয়েছেন।
কেন্দ্র ভিত্তিক ফলাফল নিম্নরূপঃ চকরিয়া কেন্দ্রে তানিয়া আফরিন পেয়েছেন ১৭৩ ভোট, আসমাউল হোসনা ৭২ ভোট। পেকুয়া কেন্দ্রে তানিয়া আফরিন পেয়েছেন ৬২ ভোট, আসমাউল হোসনা পেয়েছেন ৩০ ভোট। কুতুবদিয়া কেন্দ্রে তানিয়া আফরিন পেয়েছেন ৪৭ ভোট, আসমাউল হোসনা পেয়েছেন ৩২ ভোট।