ফরিদুল আলম দেওয়ান:
জয় পরাজয় কপালে থাকলে ঠেকায় কে? বিধির এমনি এক অবধারিত ভাগ্য লিলায় নির্ধারিত ফলাফলে মাত্র এক ভোটের ব্যবধানে জয় পরাজয় মেনে নিতে হলো কক্সবাজারে জেলা পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ড মহেশখালীর দুই স্বনামধন্য যোগ্য প্রার্থীকে। গতকাল ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে হাতি প্রতীকে ৪৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি সমর্থিত মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব কবির আহমদ সওদাগরের পুত্র ও সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকনের ভাই শহীদুল ইসলাম মুন্না। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, পরিচ্ছন্ন ও ত্যাগী আওয়ামী নেতা এবং মহেশখালী পৌরসভার প্রতিষ্ঠাকালীন প্রশাসক এম, আজিজুর রহমান তালা পেয়েছেন ৪৫ ভোট। মাত্র ১ ভোটের ব্যবধানে হেরে গিয়ে পরাজয় মেনে নিতে হলো তাকে। এমন শ্বাসরুদ্ধকর ফলাফলে অবাক হয়েছেন গোটা জেলার মানুষ।