হামিদ কাইছার মহেশখালীঃ
মাধ্যমিক পর্যায়ে কম্পিউটাকে প্রধান্য দিয়ে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষায় অগ্রসর করতে একযুগে সারা দেশের ন্যায় মহেশখালীর প্রবেশদ্বার উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয় এর শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এর শুভ উদ্বোধন করা হয়।
১৭ অক্টোবর মঙ্গলবার মহেশখালী উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, বৃহৎ আকারের মনিটর, ক্যামেরা, স্ট্যান্ড, প্রিন্টার, স্ক্যানার, ব্যাগ, টেবিল ও চেয়ারসহ
ডিজিটাল কম্পিউটার ল্যাবের সমস্ত অনুকরণ প্রধান করেন। এতে ৯টি মাধ্যমিক স্কুল ও ৩টি মাদরাসা রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, মহেশখালীতে যেসব শিক্ষা-প্রতিষ্ঠান শেখ রাসেল ডিজিটাল ল্যাব অনুমোদন প্রাপ্ত হয়ে অনুকরণ পেয়েছে। তৎমধ্যে মহেশখালীর প্রবেশদ্বারে চতুর্থদিকে সবুজ শ্যামলে ভরপুর নিরিবিলি পরিবেশে অবস্থিত উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়টিও রয়েছে। জানাগেছে, ওইদিনে মহেশখালী উপজেলার উদ্যোগে শেখ রাসেল দিবস ২০২২ইং বিভিন্ন কর্মসূচীর উল্লেখযোগ্য শ্রেষ্ঠ ল্যাব বাছাইয়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচিত হয় মহেশখালী আইল্যান্ড হাইস্কুল প্রথম, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং শাপলাপুর উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেন। অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রতিষ্ঠানগুলিকে মহেশখালী আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার সৌরভ চক্রবর্তী ও উপজেলা নির্বাহী কর্মকর্তারের স্বাক্ষরিত সম্মাননা পত্র প্রদান করা হয়। উল্লেখ্য রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে আনুষ্ঠনিকভাবে
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ৫ হাজার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ ও ৩০০টি ‘শেখ রাসেল স্কুল অব ফিউচার’ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন।
মহেশখালী উপজেলার একাডেমিক সুপার ভাইজার জানান, প্রধান মন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সারাদেশের ন্যায় মহেশখালী উপজেলায় ১২টি শেখ রাসেল ডিজিটালে ল্যাব উদ্বোধনের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষায় অগ্রসর করা হচ্ছে।