আবরার চৌধুরী : সন্ধ্যা ছয়টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদি এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সহ কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
সবাই তাকে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
পরে প্রস্তুতির নানা বিষয় তুলে ধরে গণমাধ্যমের সাথে কথা বলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।