বিডি প্রতিবেদক উখিয়া :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে জসীম উদ্দীন নামে এক রোহিঙ্গা নিহত।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। নিহত জসিম উদ্দিন উখিয়ার ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের আবদুল গফুরের পুত্র।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ২৬ অক্টোবর ভোররাত সাড়ে তিনটার দিকে ক্যাম্প- ১০ এর সিআইসি অফিসের পাশ্ববর্তী এলাকায় ৩ রাউন্ড ফায়ারের শব্দ শুনে সেখানকার বসবাসরত রোহিঙ্গারা। পরবর্তীতে জানতে পারে সন্ত্রাসীরা জসিম নামক একজনকে গুলি করে হত্যা করেছে।
কী কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।