বিডি প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঙ্গীকার পূরণের অংশ হিসেবে কক্সবাজার জেলার ৩৮৫ ভুমিহীন ও গৃহহীন পরিবার আজ দুই (০২) শতাংশ জমি ও একটি ঘরের মালিক হলো।
চির অসহায় এসকল মানুষকে দিন বদলের গল্প তৈরীর এমন সুবর্ণ সুযোগ করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
অন্যান্য উপজেলার পাশাপাশি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সদর উপজেলার জন্য আয়োজিত অনুষ্ঠানে জেলার বিশিষ্ট রাজনীতিবিদ, উপকারভোগী পরিবার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে উপকারভোগীদের হাতে তুলে দেয়া হয় জমির দলিল সহ ঘরের চাবি।