শিরোনাম :
দেশের সবচেয়ে বৃহত্তম প্রতিমা বিসর্জন কক্সবাজার সৈকতে পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়ানমারের নৌ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত জেলেদের ফেরত আনা নিয়ে যেসব তথ্য জানালেন কোস্টগার্ড বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের চেয়ে ভালোভাবে পূজা করতে পারছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দুরা পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গঠন করে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে-তাহলে বিদেশী পর্যটকরা ভ্রমনে আসবে পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫ মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত

চকরিয়ায় সুপারী চুরির অপবাদ দিয়ে শিশুকে নির্যাতনের অভিযোগ

নিউজ রুম / ২০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় সুপারী চুরির অপবাদ দিয়ে শাহাদাত হোসেন নামে দশ বছর বয়সি এক শিশুকে বিদ্যুতের খুটিরঁ সাথে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
গতকাল শনিবার (২৯অক্টোবর) সাড়ে ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বৃন্দাবন খিল এলাকায় এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেন ওই এলাকার মৃত মোক্তার আহমদের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে রাস্তা দিয়ে হেটে বাড়ি যাচ্ছিলো শাহাদাত। এসময় সড়কের পাশে একটি সুপারী গাছের নিচে চারটি সুপারী পড়ে থাকে। পরে বাড়ির মালিক নাসির উদ্দিন এসে সুপারী চুরির অভিযোগ তুলে শাহাদাতকে রশি দিয়ে বিদ্যুতের খুটিরঁ সাথে বেঁধে ব্যাপক মারধর করেন।
স্থানীয় লোকজন জানায়, শাহাদাতকে গাছের বাটাম দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম ঘটনাস্থলে গিয়ে শাহাদতকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শাহাদাতের বড় ভাই আবদুর রহিম জানান, আমার ছোট ভাই শাহাদাত রাতে নানার বাড়ি থেকে ঘরে ফিরছিলেন। পথে নাসির উদ্দিন নামের এক ব্যক্তি সুপারী চুরির অপবাদ দিয়ে বিদ্যুতের খুটিরঁ সাথে বেঁধে ব্যাপক মারধর করেন।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, ঘটনাটি জানার পর স্থানীয় ইউপি সদস্য শফিউল আলমকে পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছেন বলেও জানান তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই শিশুকে মারধর করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।###


আরো বিভিন্ন বিভাগের খবর