শিরোনাম :
খিয়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব; বন্দুক ও গুলি উদ্ধার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ৫ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা বিএনপির সভাপতির মামলা চকরিয়ায় ক্লিনিক,ল্যাব ও ফামের্সীতে অভিযানঃদেড় লক্ষ টাকা জরিমানা বৌদ্ধ ফোরাম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি ঘোষণা কক্সবাজারে বিএসপিএ’র উদ্যোগে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন কোন দুর্বৃত্ত যদি কোন ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করে বা ধর্মানুভূতিতে আঘাত হানে—রাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে = আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে”–ধর্ম বিষয়ক উপদেষ্টা উখিয়ায় দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ আবারো ৭ দিনের রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা

দা বাহিনীর প্রধান দয়ের কুপে নিহত হলেন

নিউজ রুম / ৮২ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক পেকুয়া ঃ
কক্সবাজারের পেকুয়ার টৈটং ইউনিয়নের পন্ডিত পাড়ায় বাজার থেকে বাড়ী ফেরার পথে ৫/৬জনের একদল দুর্বৃত্ত ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে মোঃ নাছির উদ্দিন(৪৮) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে। গত রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত মোঃ নাছির উদ্দিন টৈটং ইউনিয়নের পন্ডিত পাড়ার আবুল হোছাইনের পুত্র। টৈটং ২নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আবুল কালাম এ ঘটনা নিশ্চিত করেছেন। কথিত এই দা বাহিনীর প্রধান অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেও শেষ পর্যন্ত দায়ের কুপে নিহত হওয়ায় এলাকায় আবারও আতংক দেখা দিয়েছে।
এলাকাবাসি জানায়; মোঃ নাছির উদ্দিন পেকুয়ার টৈটংয়ে বহুল আলোচিত সন্ত্রাসী বাহিনী ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। কথিত দাও বাহিনী ওই এলাকায় পাহাড়ী বনভূমির জমি দখল বেদখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলন সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। সম্প্রতি মোঃ নাছির উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছুদিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। সেই দা বাহিনীর প্রধান মোঃ নাছির উদ্দিন রবিবার রাত ১১টার দিকে টৈটং বাজার থেকে বাজারের পশ্চিম পাশে বাড়ীতে ফেরার পথে ৫/৬জনের একদল দুর্ববৃত্তের উপর্যুপরি দায়ের কোপে গুরুতর হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান তাকে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোঃ নাছির উদ্দিন মারা যায়। এলাকাবাসি সন্দেহ করছেন চাচাতো ভাইয়েরা মোঃ নাছির উদ্দিনের হত্যাকান্ডে জড়িত থাকতে পারে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলী জানান; ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি বলেন এখনও কেউ মামলা দেয়নি। #


আরো বিভিন্ন বিভাগের খবর