টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ লেদা মৌলভী পাড়া এলাকা হতে গ্রেফতারকৃত আসামী ১। নবী হোছন (৫০), পিতা-মৃত আবুল খায়ের, ২। ছৈয়দ নুর (১৯), পিতা-নজির হোছন, উভয় সাং-দক্ষিণ আলীখালী (৮নং ওয়ার্ড) হ্নীলা ইউপি ৩। নুরুল আমিন প্রঃ নয়ন (২৪), পিতা- মাহবুবুর রহমান প্রকাশ লালু, সাং-উলুচামারি, সর্বথানা- টেকনাফ, জেলা-কক্সবাজারদের হেফাজত হতে ০১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।