মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাও উদ্ধার করা হয়। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ মসজিদ মার্কেটে এই অভিযান চালান র্যাব-১৫’র একটি অভিযানিক দল।
গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষ্যারচর উত্তর সিকদার পাড়ার পিতা মৃত আব্দুস সালামের ছেলে মো.বেলাল উদ্দিন (৩৪) এবং মৃত আলী আহমদের স্ত্রী রাশেদা বেগম (৫০)।
র্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু সালাম চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজসে মাদকের ব্যবসা করে আসছিলো। এই সংবাদ পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মসজিদ মার্কেট( জনতা মার্কেটের) মোশারফ স্টোরের নিকটে অভিযান চালায়। এসময় এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। পরবর্তীতে বেলালের কাছ থেকে ৪ কেজি ৭’শ গ্রাম এবং রাশেদা বেগমের কাছ থেকে ৪ কেজি ৮’শ গ্রাম গাঁজা উদ্ধার করি।
তিনি আরও বলেন, তারা প্রাথমিকভাবে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জায়গা থেকে গাঁজা এনে বিক্রি করে আসছিলো। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের এবং আসামীদের হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, র্যাব-১৫ একটি দল গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবে’র দেয়া এজাহারটি মামলা হিসেবে এন্ট্রি করা হয়েছে।###