সংবাদ বিজ্ঞপ্তি :
সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের আয়োজনে আগামী ২৬ নভেম্বর ‘নবান্ন উৎসব-১৪২৬’ অনুষ্ঠিত হবে এবং প্রতিবারের মতো এবার যথাযোগ্য মর্যাদায় ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধের বিজয়মেলা-২০২২ অনুষ্ঠিত হবে। গতকাল ০৭ নভেম্বর বিকাল ৫টায় কক্সবাজার পৌরসভা মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার এর সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নাট্য সংগঠক সুশান্ত পাল বাচ্চু, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি মোঃ খোরশেদ আলম, শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি এড. প্রতিভা দাস, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম. জসীম উদ্দিন, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব কর্মকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, বিজয়মুখ গানের দলের সভাপতি অজয় মজুমদার, আনন্দময় খেলাঘর আসরের সভাপতি ধ্রুব সেন দে, সিমুনিয়া খেলাঘরের রানা মল্লিক, ঝিনুকমালা খেলাঘরের মিশু গুপ্ত, সৃজন সঙ্গীত ভূবনের পুস্পেন দাশ, আবির চৌধুরী, আনন্দময় খেলাঘর আসরের মোঃ শহীদুল্লাহ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ খোরশেদ আলমকে আহ্বায়ক, রিদুয়ান আলী, এড. প্রতিভা দাশকে যুগ্ন আহ্বায়ক, এম. জসীম উদ্দিন সদস্য সচিব ও মনির মোবারককে সমন্বয়ক করে নবান্ন উৎসব-২০২২ উদযাপন কমিটি গঠন করা হয়েছে।