রাজশাহী অফিস :
রাজশাহীতে বাগমারা ও তার পার্শ্ববর্তি এলাকায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে। পানির স্তর নেমে যাওয়ায় এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। এলাকার নদী পানি সংগ্রহের উপযুক্ত র্স্ত এ স্তরকে বেগবান করতে উপজেলার দুইটি নদী খননের আওয়াতায় আনা হয়েছে।নদী খনন প্রকল্পের আওতায় বাগমারায় ফকিরনী ও বারনই নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সূর্য্যপাড়ায় ফকিরনী নদীর তীরে এক অনুষ্ঠানে নদী খননের ফলক উন্মোচনের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের মনিটরিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক ম-ল, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।
এতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজ আলম লোটন সহ বাগমারা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ফকিরনী নদীর বাগমারা থানার মোড় হতে হুলিখালী ব্রিজ এবং বারানই নদীর তাহেরপুর থেকে মোহনগঞ্জ সেতু পর্যন্ত মোট ৩০ কিলোমিটার নদীর পুনঃখনন করা হবে। এতে ব্যয় নির্ধারন করা হয়েছে ২০ কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই খনন কাজ করা হবে।