মুশফিক সরওয়ার :মঙ্গলবার (০৮ নভেম্বর ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ০৮ নভেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ০২৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনস কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়া পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে বনের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ০৭টি পরিত্যক্ত বস্তা পাওয়া যায়। বস্তাগুলো তল্লাশি করে ৩১৯ ক্যান বিয়ার (আন্দামান গোল্ড) এবং ৩০ বোতল বিদেশি মদ (গ্রান্ড রয়েল) জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত বিদেশী মদ ও ক্যান বিয়ার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।