চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা-প্রতিষ্ঠান খুটাখালী কিশলয় আর্দশ শিক্ষা নিকেতন (বিদ্যালয়) র সিনিয়র শিক্ষক মাওলানা আবু বক্কর আর নেই,ইন্নালিল্লাহি….রাজিউন।মৃত্যূকালে তাহার বয়স হয়েছিল ৫৫বছর।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১টা ১৫মিনিটের সময় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিরবিদায় নেওয়া শিক্ষক-আবু বক্কর (৫৫) চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণপাড়া (বাজারপাড়ার) বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।
স্যারের মৃত্যূের বিষয়টি নিশ্চিত করে আরিফুল ইসলাম লিটন জানান,তিনি দীর্ঘ যাবৎ খুটাখালী কিশলয় স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।হঠাৎ বৃহস্পতিবার সকালে হৃদক্রিয়া সমস্যায় বুক ব্যথা শুরু হয়।এমতাবস্থায় তাকে দ্রুত গাড়ী যোগে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে ভর্তি দিয়ে দ্রুত চিকিৎসার দেওয়া হচ্ছিল।এসময় একই দিন সকাল ১১টা ১৫মিনিটের দিকে চিকিৎসাধিন অবস্হায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে,আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান।মৃত্যূকালে তাহার তিন সন্তান ও স্ত্রীকে রেখে যান।
একইদিন পবিত্র ইশার নামাজের পরে কিশলয় স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।জানাজায় অত্র স্কুল সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক,বিদায়ী ও অধ্যায়নরত ছাত্র,এলাকার আলেম-ওলামাগণ,সাধারণ জনগণ,এলাকাবাসী সহ হাজার-হাজার মানুষ জানায় শরিক হয়েছেন এবং চির বিদায়ী স্যারের আত্মার মাগফেরাত কামনা করেছেন।