হামিদ কাইছার :বিদেশ বিদেশ পাড়ি জমানো আগমুহুর্তে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার হন কক্সবাজারের মহেশখালী উপজেলার আলোচিত কলোজ ছাত্র আরাফাত হত্যার মামলার ১নং আসামী।
৯ নভেম্বর দিবাগত রাত উপজেলার মহেশখালী ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র ও বড় মহেশখালীর জাগিরা ঘোনার মোহাম্মদ জালালের পুত্র আরাফাত হত্যার প্রধান আসাম সাইমুন ইসলাম বাবু বিদেশ গমণের আগমুহুর্তে পুলিশের জালে আটক। বিষয়টি নিশ্চিত মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী।
সুত্রে জানান, মহেশখালী থানা কর্তৃক ইমিগ্রেশন পুলিশ কে চিঠি দেওয়ার প্রেক্ষিতে উক্ত আসামী বিদেশ যাওয়ার প্রাক্কালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক হয়।
আটককৃত- সাইমুন ইসলাম বাবু (২২) কে বর্তমানে মহেশখালী থানায় নিয়ে আসা হচ্ছে। উল্লেখ্যউল্লেখ্য, গরু ধান খাওয়া কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহেশখালী ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র আরাফাত হত্যাকান্ডের ১নং আসামি সাইমুন ইসলাম বাবু কে (২২)।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রনব চৌধুরী, জানান, অপরাধি যে হোক না কেন্ এবং যতসব কৌশল অবলম্বন করুক, আমরা সর্বদা প্রস্তুত তাদের গ্রেফতার করতে।