জিয়া চকরিয়া থেকে :
কক্সবাজারের চকরিয়ায় আমির হোসেন হত্যা মামলার পলাতক আসামী সালাহ উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর এক টিম।
শনিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আসামীর নিজ এলাকা ডুমখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সালাহ উদ্দিন(২৮) উপজেলার ডুলাহাজারা ইউপির ২নং ওয়ার্ডের ডুমখালী এলাকার ফরিদুল আলমের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ওসি তদন্ত আব্দুল জব্বার বলেন,ডুমখালী এলাকার আমির হোসেন হত্যা মামলার পরোয়ানাভূক্ত সালাহ উদ্দিন নামের এক পলাতক আসামীকে র্যাব-১৫ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করেছে।পরে আটককৃত আসামীকে থানায় সোপর্দ্দ করলে,আমরা আসামীকে শনিবার দুপুরেই আদালত প্রেরণ করি।