বিডি প্রতিবেদক :
কক্সবাজারের জেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আজ রবিবার দুপুরে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম বার, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা বিবেসন কান্তি, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী তরিকুল ইসলাম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব রাশেদুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার উত্তরবঙ্গ বিভাগের বিভাগীয় বোন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারোয়ার আলম, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন সজিব, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পুরোবিতা চাকমা, রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তাফা শাওন সহ কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
সবাই বিগত মিটিং এর সিদ্ধান্তগুলো পর্যালোচনা করা হয়।