বিডি প্রতিবেদক :
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও ০১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ০২টি তলোয়ার, ০১টি রাম দা, ০২টি চাপাতি, ০১টি দা ও ০১টি হাতুড়ী সহ একজন অস্ত্রধারী মাদক কারবারী গ্রেফতার।
২৩ জুলাই রাত সাড়ে ১২ টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ০৩ ওয়ার্ডের তুলাতুলি এলাকার মৌলভী জামাল মার্কেটের বিপরীত পাশে ঈদগাহ মাঠ হতে গ্রেফতারকৃত আসামী ০১। এনামুল করিম (২৫), পিতা-মীর কাশেম ,সাং-: (দক্ষিণ লেঙ্গুরবিল, ০৩নং ওয়ার্ড টেকনাফ সদর ইউনিয়ন), থানা- টেকনাফ, জেলা –কক্সবাজার এর হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা ও ০১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ০২টি তলোয়ার, ০১টি রাম দা, ০২টি চাপাতি, ০১টি দা ও ০১টি হাতুড়ী উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।